অবতক খবর , সৌরভ নস্কর , -দক্ষিণ 24 পরগনা :- সোমবার দক্ষিণ ২৪ পরগনার নামখানায় শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি। লোকসংস্কৃতি অনুস্ঠানের মধ্য দিয়ে এই অনুস্ঠান শুরু হয়।নামখানা ব্লকের মৌশুনী গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্প করে এই কর্মসূচি শুরু হয়।
এরপর ধাপে ধাপে নামখানা ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের চার দফায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই শিবিরের কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, খাদ্যসাথী, জাতিগত শংসাপত্র, ১০০ দিনের কাজ প্রকল্পের নাম নথিভুক্ত করা হচ্ছে।
এদিন মৌশুনী কো অপারেটিভ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ক্যাম্প করে অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার কর্মসূচি। মানুষের দীর্ঘ লাইন দেখা যায় এই কর্মসূচীতে।এলাকার মানুষ ও খুব খুশি এই কর্মসূচীতে।এলাকার মানুষ জানান এতে তাদের প্রকল্প গুলি পেতে খুবই সুবিধা হল।
এ দিন উপস্থিত ছিলেন নামখানা ব্লকের বিডিও শান্তনু সিংহ ঠাকুর, মৌশুনী গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসনা বানু বিবি, উপপ্রধান রামকৃষ্ণ মন্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য রামকৃষ্ণ সি, শুভেন্দু মান্না, সুনির্মল বর্মন ও গ্রাম পঞ্চায়েতের সদস্যরা উপস্থিত ছিলেন।