ফসলের যন্ত্রণা
তমাল সাহা

কিষানের এই
বিশ্বে সাড়া জাগানো লং মার্চ,
গুরুত্ব কি নেই তার!
কাগজওয়ালারা কি পরাধীন?
তারা কি কারোর হাতের খাবার?

৯৬ হাজার ট্রাক্টার ,
লক্ষ লক্ষ কিষানের এই জুলুস জমায়েত।
শীতের কনকনে ঠান্ডায় লড়াকুরা কাটায়
দিন দুপুর রাত বিরেত।

এইসব দুঃসহ ছবি
চলমান সংগ্রাম
সংবাদভাষ্য নেই শিরোনামে!
সংবাদপত্র মেতেছে কার পালাগানে?

এইসব জীবনের সংবাদ
এইসব যুদ্ধ আয়োজন
কার ভয়ে কেন ভিতরের পাতায়
ছোট্ট খবর হয়ে মুখ লুকায়?

এত দুঃসাহস কার
মেহনতী মানুষকে করে অপমান?
উদয়-অস্ত যারা গায় ফসলের গান।
প্রজন্মের জন্য জীবন যাদের আনচান!

করোনাকে তুড়ি মেরে
তড়ি মেরে গ্যাস গুলি জলকামান
লড়াই চলছে, চলবে–
আগুয়ান, জয় কিষান!