অবতক খবর , রাজ , হাওড়া :- চাকরিতে নিরাপত্তা, স্থায়ীকরণ এবং মাসিক বেতন বৃদ্ধির দাবিতে হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে আজ বিক্ষোভ দেখায় চুক্তি ভিত্তিক স্বাস্থ্য কর্মীরা।
স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন তারা ন্যাশনাল হেল্থ মিশনের অধীনে চুক্তি ভিত্তিক চাকরি করেন।
তারা মেডিক্যাল অফিসার, নার্সিং স্টাফ, ফার্মাসিস্ট, ব্লক এসিস্টেন্ট ম্যানেজার, নবজাতক সহায়িকা, ডাটা এন্ট্রি অপারেটর ও ল্যাব টেকনিশিয়ান সহ একাধিক পদে দীর্ঘদিন চাকরি করছেন।
গোটা হাওড়া জেলায় মোট এক হাজার জন ও রাজ্যে ২০ হাজার জন স্বাস্থ্য কর্মী আছেন। এমনকি কোভিড অতিমারীর সময়েও তারা স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত সমস্ত কাজ নিয়মিত করে চলেছেন। কিন্তু সরকারকে বারংবার জানানো সত্ত্বেও তাদের চাকরির স্থায়ীকরণ করার কোনো ব্যবস্থা নিচ্ছে না।
তাদের অভিযোগ স্থায়ী কর্মীদের মতো সমপরিমাণ কাজ করা সত্ত্বেও তারা তাদের এক তৃতীয়াংশ বেতন পাচ্ছেন। পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। কর্ম ক্ষেত্রের এই বৈষম্য দূর করার জন্যই তারা এই আন্দোলনে নেমেছেন।
তারা আরও জানান করোনা আবহে নিয়মিত ডিউটি করলেও তাদেরকে পিপিই দেওয়া হয় নি। মাস্ক ও স্যানিটাইজার সামান্য পরিমানে দেওয়া হয়। যার ফলে তারা আতঙ্কে রয়েছেন।