অবতক খবর , রাজ্ , হাওড়া :- মালদহ, উত্তর চব্বিশ পরগনার পরে আবার হাওড়া। ফের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। সূত্রের খবর, তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ওই সরকারি প্রকল্পে দুর্নীতর অভিযোগ তুলে পঞ্চায়েতের দফতরে তালা ঝোলালো বিজেপির কর্মীরা।
ঘটনাটি ঘটেছে, হাওড়া জেলার মাকরদহ – ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, মাকরদহ – ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান কাজল সর্দারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি এবং কাটমানির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা। অবশ্য যার বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ তাকে আজ সকালে পঞ্চায়েত দফতরের সামনে একবারের জন্যও দেখা যায়নি বলে অভিযোগ করেছে বিজেপি।
তৃণমূলের এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপির জগৎ বল্লভ পুর ৩ নম্বর মন্ডল সভাপতি শোভন নস্কর অভিযোগ করেন এই পঞ্চায়েত এলাকার ২০৬ নম্বর বুথে মালতি বাগ নামের এক মহিলা প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করেন পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান ওই মহিলার থেকে ৪ খেপে এক লক্ষ সাইত্রিশ হাজার পঞ্চাশ টাকা নিয়েছেন বলেই অভিযোগ তাদের। শুধু তাই নয় ৪ খেপে টাকা নেওয়ার পরে ওই মহিলা ঘর পায় নি। তার পুরানো ঘর নতুন করে তৈরি হয়নি। অথচ প্রকল্পের টাকা প্রধান দিয়ে দিয়েছেন জব কার্ড অনুযায়ী। তিনি দুর্নীতির অভিযোগ তুলে দাবি করেন পঞ্চায়েতের তরফে যে ইঞ্জিনিয়ার একই ঘরের ছবি দেখিয়ে কিভাবে টাকা পাশ করলো। তিনি আরও দাবি করেন পঞ্চায়েত প্রধানকে জানানো সত্ত্বেও তিনি কোনো পদক্ষেপ নেন নি। আগাম আজকে আসার কথা তাকে জানানো হয়েছিল তাই তিনি পঞ্চায়েতে তালা মেরে চলে গেছেন।
তাই আজকে বিজেপির তরফ থেকেও সেই তলার উপরে আরেকটি তালা মেরে দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন যতক্ষন না পঞ্চায়েত প্রধান আসছেন ততক্ষণ এই ভাবেই তালা বন্ধ থাকবে পঞ্চায়েত। পাশাপাশি সমস্ত ঘটনা জানিয়ে ডোমজুড় ব্লকের বিডিও কে ডাকা হয়েছে। তিনি এলে তার হাতে এই দুর্নীতির সমস্ত প্রামাণ্য তথ্য তুলে দেওয়া হবে। তিনি আরও জানান এই সরকারি প্রকল্পের টাকা করদাতাদের টাকা। শাসক দলের লোকেরা এই টাকা যেভাবে লুট করছে তার বিরুদ্ধে বিজেপি আজ পথে নেমেছে। কোনোভাবেই তারা আজকে আর পিছু হঠবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিজেপি কর্মীদের বিক্ষোভের জেরে সকাল থেকেই পঞ্চায়েতের সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যায় । যার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাকরদহ -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের মধ্যে। যাকে ঘিরে এত কাণ্ড সেই প্রধান কাজল সরদারের তরফ থেকে এই অভিযোগের বিষয় সম্পর্কে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
যদিও এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ কে সম্পূর্ণভাবে অস্বীকার করে ডোমজুড় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্য সুবীর চট্টোপাধ্যায় জানান ওই পঞ্চায়েতে কোনো দুর্নীতি হয় নি। আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্টে সরাসরি টাকা ঢুকেছে। এখানে পঞ্চায়েতের দুর্নীতি করার কোনো জায়গা নেই। পাশাপাশি তিনি বিজেপির পঞ্চায়েত অফিসে তালা ঝোলানোর ঘটনাকে নিন্দা করেন।
তিনি আরও অভিযোগ করে বলেন বিজেপি সারা রাজ্যে যেভাবে অরাজগতা ছড়াতে চাইছে ঠিক একই ভাবে ডোমজুড় এলাকাতেও তারা অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। বিজেপি রাজনীতি করার জন্য রাজনীতি করছে।
ডোমজুড়ের বিডিও দীপঙ্কর দাস এই প্রসঙ্গে জানান প্রশাসনিক দফতরে তালা দেওয়া টা সঠিক কাজ নয়। বিক্ষোভকারীদের সাথে তার কথা হয়েছে তাদের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।