অবতক খবর , রাজ্ , হাওড়া :- হাওড়া দুই মন্ত্রী অরূপ রায় ও লক্ষ্মীরতন শুক্লা তাদের নিজেদের কেন্দ্র মধ্য হাওড়া ও উত্তর হাওড়ায় পদযাত্রা করলেও, ডোমজুড় ও বালি বিধানসভার সুর কাটলো শাসক দলের ।
এদিন ডোমজুড় বিধানসভা কেন্দ্রে হলো না কোনো মিছিল । এমনকি বালি বিধানসভা কেন্দ্রে বিধায়ীকা কে ছাড়াই ১৬ জন প্রাক্তন পৌর প্রতিনিধিরা করলেন বঙ্গীয় ধ্বনি পদযাত্রা ।
এই প্রসঙ্গে বিধায়িকা বৈশালী ডালমিয়া পষ্ট জানান তাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি । অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন তিনি অনন্য কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন ,স্থানীয় তৃণমূল নেতারা আয়োজন করেছেন বঙ্গ ধ্বনি যাত্রার ।
তবে ডোমজুড়ের এক স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য, তাদের বিধানসভা কেন্দ্রে কোন বঙ্গীয় ধ্বনি নিয়ে এদিন কোনও মিছিলের নির্দেশ তারা পাননি ।
এই প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি হাওড়া সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা । তিনি বলেন টেলিভিশনের সিরিয়ালের মত প্রতিদিনই নতুন নতুন কর্মসূচি করছে তৃণমূল । তাতে লাভ হবে না, একুশে বিজেপি বাংলায় সরকার গঠন করবে ।