আবাতক খবর , সানোয়ার হোসেন , কুলপি :- দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের, ১১৭নং জাতীয় সড়কে কুলপি থেকে করঞ্জলি পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একটি মহামিছিল অনুষ্ঠিত হয়।
Video Player
00:00
00:00
রাষ্ট্রয়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণ ও কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কালা আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূল কংগ্রেস সমর্থকরা।
Video Player
00:00
00:00
এদিন কুলপি বিধায়ক যোগরঞ্জন হালদারের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিলে কুলপি বিধানসভার বিভিন্ন অঞ্চল নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।মিছিল শেষে করঞ্জলি দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন বিধায়ক।