অবতক খবর , নাদিম সেখ , বীরভূম :- পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতার ১৪ দফা দাবিতে তিন হাজার লোক নিয়ে পাওয়ার হাউস থেকে মিছিল করে দুবরাজপুর ব্লকে ডেপুটেশন দেওয়া হয়। এই মিছিলে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ আদিবাসী গাঁওতার সাধারণ সম্পাদক রবীন সরেন।
তাদের যে ১৪ দফা দাবিগুলো হলো তার মধ্যে অন্যতম হচ্ছে ১). বক্রেশ্বর থার্মাল পাওয়ারে জমির হারাদের অবিলম্বে চাকরি দিতে হবে, ২). সাগর সরেন কে বক্রেশ্বর থার্মাল পাওয়ার এর কাজে পুনরায় নিয়োগ করতে হবে, ৩). বার্ধক্য ভাতা দিতে হবে,৪).বিধবা ভাতা দিতে হবে,৫). বাঁকুড়ায় শিকারীর মূর্তিতে বিরসা মুন্ডা ভেবে মাল্যদান মানছি না মানবো না। তাদের অভিযোগ তত্কালীন সিপিএম সরকার বলেছিল জমি হারাতে চাকরি দেবো কিন্তু তা পূরণ হয়নি।
এবং বর্তমান তৃণমূল সরকার ও তাদের আশ্বাস দিয়েছিল চাকরি করে দেওয়া হবে কিন্তু তা এখনও পূরণ হয়নি। তাদের আরও অভিযোগ তৎকালীন জেলাশাসক মৌমিতা গোদারা বাসু আশ্বাস দিলেও কোন লাভ হয়নি ।
তাই আমরা আমরা বিডিও ডেপুটেশন দিলাম এর পরে যদি আমাদের দাবি না পূরণ হয় হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।