অবতক খবর , রাজ্ , হাওড়া :- বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক পারদ চড়ছে। রাজ্যের সমবায় মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়ের অভিযোগ বিজেপি সিবিআই, ইডি সহ বিভিন্ন এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছে।

এর পাশাপাশি বিদেশে যাওয়া প্রচুর পরিমাণে কালো টাকা চোরাপথে এখানে আসছে। এখানে তা ব্যবহার করা হচ্ছে। তবে বাংলার মানুষকে পয়সা দিয়ে কেনা যায় না বলে তিনি মন্তব্য করেন। এদিকে অরুপবাবুর এই বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপির হাওড়া সদর এর সভাপতি সুরজিৎ সাহা।

তিনি বলেন অরূপবাবু মন্ত্রী থাকাকালীন একাধিক সমবায় ব্যাংক বন্ধ হয়েছে এবং একটি ধুঁকছে। সুতরাং বোঝা যায় কালো টাকা কোথায় গেছে। তিনি আরো বলেন গরু পাচার কয়লা পাচার নিয়ে দিদি এবং ভাই এরা চেঁচাচ্ছে মানে বুঝতে হবে কাদের বাড়িতে আগুন লেগেছে। ওনার কথা নিজের দলের লোকেরাই বিশ্বাস করেন না। তাহলে বাইরের লোকেরা কি বিশ্বাস করবে ?