অবতক খবর , অভিষেক দাস , মালদা:- গাজোলে বেআইনিভাবে সরকারি জলাজমি এবং পুকুর ভরাটের প্রতিবাদ জানিয়ে বিএলআরও’র সঙ্গে দেখা করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

 

এমনকি এই বেআইনি পুকুর এবং জলাজমি ভরাট করার সঙ্গে যুক্ত জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে।

পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার গণস্বাক্ষর সম্বলিত ডেপুটেশন দেওয়া হয় , গাজোল পুলিশ ও প্রশাসনের কাছে। কিন্তু তারপরেও প্রকাশ্যে পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের আলমপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ চলছে । তার সঙ্গে তৈরি করা হয়েছে বেশকিছু পাকা দোকানঘর এবং বিল্ডিং ।

 

অথচ ওই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকারের বরাদ্দ অর্থে পাকা শৌচাগার করার একটি নোটিশ বোর্ড টাঙ্গানো হয়েছে । কিন্তু সেইসব প্রশাসনের নির্দেশকে কার্যত উপেক্ষা করেই চলছে বেআইনি ভরাটের কাজ ।

যা নিয়ে গাজলের বিএলআরও এবং পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।এই বেআইনি জলাজমি ভরাটের প্রতিবাদ জানিয়ে গাজোল ব্লকের বিএলআরও রামকুমার মন্ডলের সঙ্গে দেখা করেন স্থানীয় তৃণমূল নেতা দিলীপ সাহা , সংশ্লিষ্ট ব্লকের তৃণমূলের যুব সভাপতি মিঠুন হালদার , কামতাপুরী ডেমোক্র্যাট পার্টির সহ-সভাপতি সতীশ রাজবংশী , ঝাড়খন্ড রাজ্য কমিটির সভাপতি মোহন হাঁসদা, স্থানীয় বিজেপি নেতার দুলাল সরকার প্রমূখ। রাজনৈতিক ভেদাভেদ ভুলে এদিন ওই সব পার্টির নেতারা বিএলআরও অফিসে বেআইনি ভরাটের বিরুদ্ধে সোচ্চার হোন।