অবতক খবর , সতীনাথ ভট্টাচার্য, নৈহাটী :- গতকাল আনুমানিক সকাল ১০.৩০ মিঃ নাগাত নৈহাটি থানার অন্তর্গত ৭৪, সঞ্জীব চ্যাটার্জী রোডে ২৯ বছর বয়সী পিয়ালী ডিনদার শশুর বাড়িতে আগুনে পুরে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতার একটি বছর দেড়েকের শিশু সন্তান থাকার কথা জানা যায়।

পিয়ালীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকাশ উক্ত দিনে প্রতিদিনের মতন সকালবেলা পিয়ালীর স্বামী দীপ্ত সুন্দর ডিনদা একটি বেসরকারি সংস্থায় কর্মরত থাকার কারণে বাড়ির বাইরে বেরিয়ে যান। বাড়িতে তখন মৃতার অসুস্থ শাশুড়ি শিশু বাচ্চাটিকে কে নিয়ে ছিলেন।

মৃতার শশুর মশাই তার নিজস্ব ওই এলাকায় সোনার দোকানে ব্যবসার জন্য চলে যাওয়ার কিছুক্ষণ পর এলাকাবাসীরা মৃতার বাড়ির থেকে ধোঁয়া বেরোতে লক্ষ্য করেন। এই খবর চাউর হতেই এলাকাবাসীরা সঙ্ঘবদ্ধ হয়ে ঘটনাস্থলে ওই বাড়িতে গিয়ে দেখেন , দরজা বন্ধ থাকা অবস্থার ঘর থেকেই ধোঁয়া বেরোনো হদিশ পান।

সাথে সাথেই এলাকাবাসীরা ঘরের দরজা খুললেই মিতা পিয়ালী ডিনদারের পোড়া দেহ বিবস্ত্র অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। এলাকা বাসীদের পক্ষ থেকে মৃতার স্বামীকে খবর দেওয়া সঙ্গে সঙ্গেই দীপ্ত সুন্দর বাবু বাড়িতে ফিরে আসেন।

ঘটনাস্থল থেকে নৈহাটি থানা খবর পাওয়া মাত্রই ছুটে এসে পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্ত করতে পাঠান । সূত্র মারফত আরো জানা যায় তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী দীপ্ত সুন্দর বাবুকে নিয়ে গেলেও প্রতিবেদন লেখার সময় দীপ্ত সুন্দর বাবুকে মুক্তির কথা পুলিশ সূত্রে জানা যায়। ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ।