অবতক খবর , সংবাদদাতা , বারাসাত :- কুড়ি দিন ফেরার থাকার পরে গ্রেপ্তার রাজীব দাস হত্যার সাজাপ্রাপ্ত অন্যতম আসামী মিঠুন দাস । তাকে এদিন বারাসাতের ম্যান্ডেলা কলোনী থেকে গ্রেপ্তার করে উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশ ।

রাজীব দাস খুনে যাবজ্জীবন কারাদন্ডর আদেশ প্রাপ্ত তিন সাজাপ্রাপ্তর অন্যতম মিঠুন দাস গত তিরিশ নভেম্বর মেদিনীপুর জেল থেকে পালিয়ে যায় ।এদিন বারাসাত থেকে তাকে পুনরায় পুলিশ নিজের কব্জায় নিল ।

উল্লেখ্য,২০১১ সালের ভ্যালেনটাইন্স ডে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারীর রাত বারোটা বাজার প্রাক মুহূর্তে ট্রেন থেকে ফেরা দিদি রিঙ্কু দাসের সম্ভ্রম রক্ষায় প্রতিবাদী হয়ে মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব খুন হয়ে যায় বারাসাত কাছারি মাঠের কাছে । এই খুনে তিন অভিযুক্ত ছিল মিঠুন দাস, মনোজিৎ বিশ্বাস ও বিশ্বনাথ চট্টোপাধ্যায় । পুলিশের চার্জসিট ও প্রত্যক্ষদর্শী রিঙ্কু দাসের বয়ান থেকে জানা যায়, মিঠুন দাসই সমূলে ছুরি বিদ্ধ করে রাজীব দাসের পেটে ।

২০১৫ সালের ১২ ই ফেব্রুয়ারী মিঠুন সহ তিন অভিযুক্তকেই বারাসাত আদালত যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয় । যাবজ্জীবন সাজা হওয়ার পরে আলিপুর সেন্ট্রাল জেল থেকে সম্প্রতি মেদিনীপুর জেলে স্থানান্তরিত করা হয়েছিল মিঠুনকে এবং সেখান থেকে সে পলায়ন করলেও কুড়ি দিনের মধ্যেই তাঁকে আবার ফিরতে হচ্ছে জেলেই ।