অবতক খবর,২০ ডিসেম্বর: বীজপুর অঞ্চলের এক উল্লেখযোগ্য সমাজসেবী সংস্থা “উত্তীর্ণ” গত ২৮শে জুলাই ২০১৯ থেকে তারা পথচলা শুরু করে।গত বছর এই অঞ্চলে তারা মোট ৩৬টি কর্মসূচি রূপায়ণ করেছে। গত বছরের কর্মসূচিগুলি হল- করোনাকালে সমগ্র বীজপুর তথা নদীয়ায় কীটনাশক ছড়ানো তথা খাদ্যদ্রব্য প্রদান, আম্ফান পরবর্তী সময়ে সুন্দরবন এবং বীজপুর অঞ্চলে খাদ্য সামগ্রী প্রদান, দুঃস্থ ও অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের খাতা বই প্রদান। এই কর্মসূচিগুলির মাধ্যমে তারা সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নতুন বছর উপলক্ষে বীজপুর উত্তীর্ণের পক্ষ থেকে কাঁচরাপাড়া ২২ নম্বর ওয়ার্ডের শরৎপল্লী অঞ্চলে দুঃস্থ ও অসহায় ৪০ টি পরিবারের মানুষদের হাতে শীতের চাদর উপহার হিসেবে তুলে দেওয়া হল।