অবতক খবর,৩০ ডিসেম্বর: আজ সিটু কর্মীরা দিল্লির কৃষক বিদ্রোহের সমর্থনে জনসংযোগে পথে নামে। প্রায় ৭০ জন সিটু কর্মী কাঁচরাপাড়া কবিগুরু রবীন্দ্র পথে লিচুবাগান থেকে মিলন নগর এবং সন্নিহিত অঞ্চলে মানুষের কাছে দিল্লির কৃষক বিদ্রোহের সিটু কর্মীদের ভূমিকা,তারা কিভাবে এই আন্দোলনকে সহযোগিতা করছেন তা জানান এবং এই আন্দোলনকে আর্থিকভাবে সহযোগিতা দেবার জন্য তারা মানুষের কাছে আবেদন রাখেন। এই সংগ্রহ অভিযানে প্রায় ১৮ হাজার টাকা সংগ্রহ হয়েছে বলে জানান সিটু নেতা শম্ভু চ্যাটার্জী।

তিনি আরও বলেন, কৃষক আন্দোলনের সমর্থনে গতকাল কাঁচরাপাড়া থেকে তারা প্রায় ১০০ জন কর্মী রানী রাসমণি রোডে অবস্থান আন্দোলনে অংশগ্রহণ করেন এবং কৃষক বিদ্রোহের প্রতি সংহতি জ্ঞাপন করেন। আজ তারা সাধারণ মানুষকে এই বিদ্রোহের বিষয় সচেতন করার জন্যই মূলত এই সংগ্রহ অভিযানে নেমেছেন এবং পরবর্তীতে আন্দোলনের গতিপ্রকৃতি দেখে তারা প্রতিনিয়ত মানুষের কাছে যাবেন এবং তাদের সহযোগিতা চাইবেন।