অবতক খবর ,অভিষেক দাস, মালদা:- রাজ্য সরকার ও জেলা পুলিশ প্রশাসনের নির্দেশ এবারে বর্ষবরণ অনুষ্ঠানে কোনরকম ভাবে ডিজে, সাউন্ড সিস্টেম বক্স ,বাজানো যাবে না পাশাপাশি মদ্যপ অবস্থায় কেউ রাত্রে ঘোরাঘুরি করলে তাদেরকে গ্রেফতার করা হবে। শুধু তাই নয় বর্ষবরণের রাতে ১১ টা থেকে ইংরেজবাজার থানার পুলিশ এর ৯ টি গাড়ি শহরের বিভিন্ন প্রান্তে টহল দেবে থাকবে র্্যাপ ও পুলিশ ।

বর্ষবরণ অনুষ্ঠান করতে কোন অসুবিধা নেই , তবে কোনো রকম উৎশৃংখল এবারে করতে দেওয়া হবে না। মদ্যপ অবস্থায় কেউ রাতে ঘোরাঘুরি করলে বা মোটর বাইক নিয়ে চলাফেরা করলে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেবে ইংরেজবাজার থানার পুলিশ।

এই বিষয়ে ইংরেজবাজার থানা আইসি মদন মোহন রায় থানার সমস্ত আধিকারিকদের সাথে তাদের সাথে জরুরি বৈঠক করেন। পাশাপাশি তিনি জানান বর্ষবরণ রাতে শহরে কোন জায়গায় ডিজে ,বক্স ,বাজাতে শোনা গেলে সে সমস্ত বক্স ডিজে কে সিজ করা হবে ।

পাশাপাশি মদ্যপ অবস্থায় চলাফেরা করলে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।যদি কেউ আইন মেনে শৃঙ্খলা মেনে বর্ষবরণ উৎসব করে তাদের পাশে আমরা থাকবো। তবে কেউ যদি শৃঙ্খলা না মেনে নিয়মের বাইরে যায় , তার বিরুদ্ধে আমরা করা হাতে আইনি পদক্ষেপ নিব।