অবতক খবর , সংবাদদাতা , কালিয়াচক :- গঙ্গার চরের মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে একশ্রেণীর জমি মাফিয়ারা। উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। এদিন গ্রামবাসীরা প্রতিবাদে নামলে এলাকা ছেড়ে পালায় জমি মাফিয়াদের লোকজন বলে জানা গেছে । চাঞ্চল্যকর ঘটনাটি কালিয়াচক-‌৩ ব্লকে । জানা গেছে গঙ্গার চর থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে একদল ।

স্বাভাবিকভাবে পুনরায় ভাঙনের আশঙ্কায় রয়েছেন ওই সব এলাকার বাসিন্দা । বৃহস্পতিবার দুপুরে জমি মাফিয়াদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান সংস্লিষ্ট এলাকার বাসিন্দারা । এলাকাবাসীরা একজোট হলে কার্যত পালায় জমি মাফিয়াদের লোকজনেরা।

ঘটনাটি কালিয়াচক-‌৩ ব্লকের গঙ্গার চরে। অভিযোগ, সংশ্লিষ্ট চর এলাকায় জমি মাফিয়ারা জেসিবি মেশিন দিয়ে চরের মাটি কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ । ফলে চর এলাকায় মাটি কাটার ফলে বিস্তৃত চর এলাকা জুড়ে ভাঙন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

গ্রামবাসীদের থেকে জানা গেছে চর চকবাহাদুরপুর, পার চকবাদুরপুর, শক্তি মন্ডল পাড়া, , চরসুজাপুর, শুকদেব মন্ডল পাড়া-‌সহ কিছু গ্রাম নদী ভাঙ্গনে ফের তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিক্ষোভরত গ্রামবাসীরা বলেন, ‘‌আমরা সব ভাঙন পীড়িত। বাড়িঘর সব তলিয়ে গেছে আমাদের। ঘরের সামগ্রী নিয়ে আসার সময় পাই নি আমরা।

এই চর এলাকাগুলি মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমরা প্রতিবাদ জানাতে এলে ওরা এলাকায় ছেড়ে পালিয়েছে তাঁরা । পুলিশ ও প্রশাসন এই সব জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলছেন ।’‌ কালিয়াচক-‌৩ ব্লকের বিডিও মামুন আখতার বলেন ‘‌বিষয়টি গুরুতর ও খোজখবর নিচ্ছি এবং খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ব্লকের বিডিও ।’‌