নিউ ইয়ার ২০২১ আসে, মানুষের পূর্ব পুরুষ বাঁদরও তা জানে। সে কি জানে, শুনুন তবে….

ত্যাঁদোর
তমাল সাহা

বাঁদর ভাবে আসল কথা,
তা কি তুমি জানো?
তবে আমার কথা শোনো।
সাল নয়, শাল আসে শাল যায়।
যার কাছে যায় সে-ই শুধু জানে
কোন দিকে আসে
কোনদিকে যায়।
আর কঁকিয়ে মরে যন্ত্রণায়।

বাঁদর বলে,
আমি তোদের পূর্বপুরুষ
কি করে স্বীকার করি?
ডোবালি আমার নাম—
মানুষের বাচ্চা নস তোরা
এতোদিনে বুঝলাম!

তোদের চোখ আছে–
দেখিস
কান আছে–
শুনিস
হাত দুটো করে না নিসপিস?

আরো বলে,
আমি কী আর বাঁদর!
শাসক আমার চেয়ে ত্যাঁদোর।
আর তোরা?
রাম ভোঁদাই, ভোঁদর!