অবতক খবর,৬ জানুয়ারি: মানুষের সেবায় সর্বদা নিয়োজিত মলয় ঘোষ এবার মানবিকতার এক অনন্য নজির স্থাপন করতে চলেছেন। বিগত দিনেও আমরা দেখেছি মলয় বাবু প্রচুর দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন,তাদের সেবা করেছেন। এমনকি লকডাউনের সময়েও তিনি দুমুঠো অন্ন তুলে দিয়েছেন তাদের মুখে। এতকিছুর পরেও তিনি প্রচারের আলোয় আসতে নারাজ। কিন্তু তাঁর অনুগামীরা চান তিনি আগামীতে মানুষের সেবায় যে কর্মসূচি পালন করতে চলেছেন তা যেন শহরের প্রত্যেকটি মানুষ জানতে পারেন এবং মানুষের উপকার সাধন হয়।

আগামী ৭ জানুয়ারি বিশ্বনাথ স্মৃতি সংঘ ক্লাব প্রাঙ্গণ থেকে ৩৫০টি কম্বল এবং ৪৫০ জন শিশুদের(৩-১০ বছর বয়সী) মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।

এ প্রসঙ্গে মলয় বাবু জানান,’আপনাদের মাধ্যমে আমরা শহরবাসীর কাছে এই সংবাদ পৌঁছে দিতে চাইছি। যাদের প্রয়োজন তারা যেন আমাদের সঙ্গে শীঘ্রই যোগাযোগ করেন। আমি চাই শহরের কোন শিশু বা দুঃস্থ, অসহায়কে এই প্রবল শৈত্য প্রবাহে কষ্ট না পেতে হয়।’