অবতক খবর , সৌম্য , পূর্ব মেদিনীপুর :- শুভেন্দু অধিকারী ভগবানপুর এর সভা থেকে মহিলাদের উদ্দেশ্যে বলেন তৃণমূল নামক শ্যাওলা পানা পরিষ্কার করতে হবে। পুরোনো দলের জন্য দশ করে থাকি এই দলের জন্য ১০০ ভাগ করবো।

ভোট আসছে তাই কৃষকদের বিষয় টি মেনে নিয়েছেন তৃণমূল নেত্রী। ভগবানপুর তো জিতেই গেছে, আমি তো মাটি বুঝি পালস বুঝি। পটাশপুর এগরা। হাটবারে হাটবারে ওসি বদল করছেন। আগের ভুমিকা দেখেছেন এখন দেখবেন। সিপিএমের লোকেরদের বলবো তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে।

একজন সাংসদ বলেছে মেদিনীপুরে লোক বিশ্বাসঘাতক । তাকে বলে রাখি মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্মায় না। সারাদিনে আট দশটা পাউচ খেয়ে ভুলভাল কথা বলেন। উনি সীতা মাকে নিয়ে বলছেন। ভারতীয় জনতা পার্টি হিন্দু-মুসলিম নিয়ে কথা বলে না।

১৮তারিখ নন্দীগ্রামে মানণীয়া আসছেন ২০১৫ পর। উনি যা যা মিথ্যা কথা বলবেন কুৎস্যাশ্রী করবেন , তার উত্তর ১৯ তারিখ হেঁড়িয়ার মাঠে দেব।