অবতক খবর , সানওয়ার হোসেন , বিষ্ণুপুর :- গঙ্গাসাগর মেলার পাশাপাশি, মকর সংক্রান্তি উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুরে এক ঐতিহাসিক মেলা অনুষ্ঠিত হয় প্রতিবছরই।
মেলাটি অনুষ্ঠিত হয় মথুরাপুর-১ ও মন্দিরবাজার ব্লকের দেবীপুর ও বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে। মূলত এই মেলায় ভাঙাচোরা অর্থাৎ পুরনো জিনিসপত্র কেনা বেচা হয়।
বহু দূর দূরান্ত থেকে মানুষ কম দামে নানান জিনিস পত্র কেনার আশায় এই মেলায় আসে। কিন্তু এ বছর উঠে আসলো মেলার বিপরীত চিত্র।
করো না পরিস্থিতির জন্য মেলায় নেই ভিড়, ধার দেনা করে দোকান লাগিয়েছিল ব্যবসায়ীরা। কেনাবেচা না থাকায় এখন তাদের মাথায় হাত।