অবতক খবর , অভিষেক দাস , মালদা :- ২লক্ষ টাকার জালনোট উদ্ধার। গ্রেফতার এক। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত গোলাপগঞ্জ থেকে জালনোট সহ গ্রেফতার যুবক। আরও একজন পলাতক। যাঁর খোঁজে সীমান্ত এলাকায় চলছে তল্লাশি। বাংলাদেশ থেকে ফেন্সিং পার করে এই জাল নোট ভারতে পাচার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এসআই রাম সাহা এবং এএসআই নটবর দাস পুলিশ বাহিনীর সঙ্গে কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা গোপালগঞ্জের বাবুরবোনায় অভিযান চালান। বাংলাদেশ থেকে ২ লক্ষ টাকার জাল নোট পাচার করা হয়। সেই জাল নোটই অন্যহাতে পৌঁছে দিচ্ছিল স্থানীয় দুই যুবক। তাঁদের মধ্যে একজনকে পুলিশ ধরতে পারলেও অন্যজন পালাতে সক্ষম হয়। ধৃতের বাম শাজাহান মিয়া অরফে ডালু। ২১ বছরের সদ্য যুবকের কাছ থেকে মিলেছে ২ লক্ষ টাকার জাল নোট। সবই ২০০০ টাকার নোট। নোট গুলি এতটাই উন্নত মানের যে ধরার কোনো উপায় নেই। এখন ডালুকে জেরা করছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কারা রয়েছে,তা জানার চেষ্টা চলছে।জানা গিয়েছে, বাংলাদেশের শিবগঞ্জ জেলা থেকেই এই জালনোট গুলি এসেছে।যার সঙ্গে জঙ্গিদের যোগাযোগ স্পষ্ট বলেই মনে করে পুলিশ।