অবতক খবর,২৪ জানুয়ারি: ১৯৫০ সালের আজকের দিনেই ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা “জনগণমন”। সেই পুণ্য দিনে হালিশহর চৌমাথা বাজারে ছোট্ট ছোট্ট শিশুদের হাতে বীজপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুবোধ অধিকারীর পক্ষ থেকে শীত বস্ত্র তুলে দেওয়া হল। সকাল ৭টা থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে। সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন বীজপুর তৃণমূল যুব কংগ্রেসের নেতা কমল অধিকারী। বীজপুরের ৪৭টা ওয়ার্ডের প্রায় ২০০০ এরও বেশি শিশুদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় কমল অধিকারীর নেতৃত্বে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, দীপন দত্ত, বাসুদেব সাহা, দীপঙ্কর চক্রবর্তী, বাণী ব্রত মন্ডল, প্রদীপ পুরী সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতা।