অবতক খবর , সানওয়ার হোসেন, কুলপি :- এক মহিলা চা দোকানদারকে লাগাতার উত্যক্ত করছিল এলাকার দুই দুস্কৃতী। তারই প্রতিবাদ করায় ওই মহিলা ও তাঁর স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুই দুস্কৃতীর বিরুদ্ধে। এমনকি মহিলাকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। এই ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার বেলপুকুর মোড়ে। পরে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরেধরে চলতে থাকে বিক্ষোভ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বেলপুকুর মোড়ে নিজের দোকানেই চা বিক্রি করছিলেন ওই মহিলা। আচমকা আজাহার ও সইদুল নামে দুই দুস্কৃতী এসে মহিলাকে উত্যক্ত করতে থাকে বলে অভিযোগ। কাগজে একটি ফোন নম্বর লিখে দিয়ে মহিলাকে ফোন করতে বলে তারা। দোকান বন্ধ করে বাড়িতে ফিরে স্বামীকে বিষয়টি খুলে বলেন মহিলা। এদিন সন্ধে নাগাদ মহিলার স্বামী বিষয়টি নিয়ে দুই দুস্কৃতীকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্বামীকে ঠেকাতে স্ত্রী এগিয়ে এলে তাঁকেও বেধড়ক মারধর করে দুস্কৃতীরা। এমনকি তাঁকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। এরপর অসহায় অবস্থায় দম্পতি কুলপি থানার দ্বারস্থ হন। লিখিত অভিযোগও দায়ের করেন তাঁরা।

স্থানীয়দের অভিযোগ এদানিং এলাকার বেশ কিছু জায়গায় জুয়ার আসর বসতে শুরু করেছে। সন্ধে হলেই রাস্তার ধারে মদ ও গাঁজার আসর বসে যায়। প্রায়শই সন্ধের পর অচেনা লোকজন এসে এলাকায় ভিড় জমাতে শুরু করে। এদিনের ঘটনায় অভিযুক্ত দুই দুস্কৃতীকে প্রায়শই জুয়ার আসরে দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিন চা দোকানদার দম্পতিকে মারধরের খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এদিন সন্ধের সময় বেলপুকুর মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। খবর পেয়ে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরেধরেও বিক্ষোভ চলে। তবে অভিযুক্তদেরকে গ্রেফতার করার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। এদিনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।