অবতক খবর , রণজিৎ যাদব , উত্তর দিনাজপুর :-প্রতিবছরের মতো এবছরও তীব্র শৈত্যপ্রবাহ চলাকালীন দুঃস্থ ও অসহায় মানুষদের হাতে শীতের কম্বল তুলে দিলো ইসলামপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের সদস্যরা।
ইসলামপুরের শিয়ালতোর আদিবাসী পাড়া কালী মন্দির সংলগ্ন এলাকায় একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কম্বল প্রদান পর্ব অনুষ্ঠিত হয়।
সংস্থার সম্পাদক শীর্ষেন্দু মজুমদার জানান, এদিন মোট চল্লিশ জন দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। চলতি শীতেই তারা অপর একটি গ্রামে এই কম্বল দান কর্মসূচী নিয়েছেন বলেও জানান তিনি।
এদিন ওই এলাকায় সং ডাউনলোড তিনজন বিশেষ চাহিদা সম্পন্ন যুবকের হাতেও পৃথকভাবে কম্বল তুলে দেওয়া হয়।
ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের কর্মী অভিজিৎ বণিকের হাত দিয়েই প্রথম শুরু হয় এই দিনের কর্মসূচি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য অরবিন্দ সরকার সহ অন্যান্য সমাজকর্মীরা।