অবতক খবর , রণজিৎ যাদব , উত্তর দিনাজপুর :- “সড়ক সুরক্ষা-জীবন রক্ষা” স্লোগান সামনে রেখে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে পালিত হচ্ছে ৩২ তম পথ নিরাপত্তা মাস অভিযান।
কালিয়াগঞ্জ ট্রাফিক পুলিশ বিভাগের ব্যবস্থাপনায় পথ নিরাপত্তা মাস উপলক্ষ্যে সচেতনতা প্রচার কর্মসূচী পালন করা হয় সোমবার।
কালিয়াগঞ্জ থানা থেকে শুরু শহরের সুকান্ত মোড় দিয়ে বিবেকানন্দ মোড় হয়ে এই পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা প্রচার র্যালী পরিক্রমা করে।যাতে মানুষ ট্রাফিক আইন মেনে গাড়ি চালায়।
পথ দূর্ঘটনায় অকাল মৃত্যু কমাতে মুখ্যমন্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে সেফ ড্রাইভ-সেভ লাইফ কর্মসূচী।
এই কর্মসূচীকে জোরালো করতে এদিন বিশেষ প্রচার অভিযান চালায় কালিয়াগঞ্জ ট্রাফিক বিভাগের ওসি দিনাসাং শেরপার নেতৃত্বে পুলিশদল।এদিন র্যালীতে অংশ নেয় এন সি সির কর্মীরা ও সিভিক ভলেন্টিয়ারেরা।র্যালীর শেষে এন সি সির কর্মীদের মাস্ক ও কলম প্রদান করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।