অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :-  পরিশ্রুত পানীয় জলের দাবীতে শ্যামপুরের কমলপুর গ্রামপঞ্চায়েতের সামনে অবরোধ দেখালো বিজেপি। তাদের অভিযোগ কমলপুরের নুনেবাড় এলাকায় দীর্ঘ দিন ধরেই পানীয় জলের কলগুলি খারাপ। পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনো লাভ হয় নি।

তার জেরেই গ্রামীদের নিয়ে বালতি কলসী নিয়ে কমলপুর শ্যামপুর রোড় অবরোধ। ঘটনাস্থলে শ্যামপুর থানার পুলিশ। এই প্রসঙ্গে বিজেপির ৪ নম্বর মন্ডলের সভাপতি জানান এই গ্রামে বিজেপির পঞ্চায়েতের সদস্য রয়েছে। পঞ্চায়েত ভোটে যেহেতু এখানে বিজেপি জিতেছে তাই এখানে সাধারণ মানুষ জল পাচ্ছেন না।

প্রায় ৪০০ পরিবার দুর্ভোগে রয়েছে। পপ্রধানকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হয় নি। মাসের পর মাস কেটে গেলেও গ্রামবাসীদের সমস্যা মেটেনি বলেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

যদিও এই বিষয়ে পঞ্চায়েত প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। গোটা রাজ্য জুড়ে ২ ও ৩ই ফেব্রুয়ারি রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ঠিকাকর্মীদের কর্মবিরতির ডাক