অবতক খবর,৩ ফেব্রুয়ারি: এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মুকুল রায়ের শ্যালক সৃজন রায়। শুধু তিনিই নন তৃণমূলে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী জ্যোতিপ্রকাশ মজুমদার, অভিনেত্রী নীলাঞ্জনা মজুমদার।
দলে যোগ দিয়েই সৃজন বাবু বলেন,”একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন যিনি ধর্মনিরপেক্ষ। তবে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি চলছে আমি তার বিরোধী। আর সেই কারণেই আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।”
আজই তৃণমূল ভবনে সৃজন বাবুর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী ব্রাত্য বসু।
উল্লেখ্য, মুকুল রায়ের শ্যালক সৃজন রায়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আর্থিক প্রতারণার অভিযোগে দিল্লি থেকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করে সৃজন রায়কে। যার জেরে ১০ মাস হাজতবাসে থাকেন তিনি। সেসময় ওই মামলায় নাম জড়িয়েছিল খোদ মুকুল রায়েরও। সেই মামলা এখনো চলছে।
সৃজন রায়ের যোগদান প্রসঙ্গে মন্ত্রী ব্রাত্য বসু বলেন, সৃজন রায় একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তাঁর আরও একটা পরিচয় আছে, তিনি বিজেপি নেতা মুকুল রায়ের শ্যালক।
এ যোগদান পর্বের পর একাধিক বিজেপি নেতৃত্ব বলছেন, ‘তৃণমূলের অবস্থা এখন শোচনীয়। তাদের দল প্রায় ফাঁকা। তবে এখন ভয় দেখিয়ে তৃণমূলে যোগদানের পর্ব চলছে। যদি তা না করে তাহলে দলের অস্তিত্ব টিকিয়ে রাখাই মুশকিল হয়ে পড়বে। তবে আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে।’