অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গা তে অগ্নিনির্বাপণ কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সুজিত বোস মন্ত্রী অগ্নি নির্বাপন দপ্তর ।জাকির হোসেন রাষ্ট্রমন্ত্রী, আবু তাহের খান সাংসদ লোকসভা আরো অনেকে।

এই কেন্দ্র উদ্বোধন হওয়ায় উপকৃত হবে বেলডাঙা এলাকার বাসিন্দারা। অগ্নি নির্বাপন দপ্তরের মন্ত্রী শ্রী সুজিত বোস বলেন আমরা এইখানে ফায়ার স্টেশন করলাম। জঙ্গিপুর করবো , আমাদের কাছে আরো প্রস্তাব আছে।

আমরা আস্তে আস্তে সব প্রস্তাবিত জায়গায় ফায়ার স্টেশন তৈরী করবো। তিনি আরো বলেন যে আমরা প্রতিটি স্টেশনে মোটর সাইকেল , রোবট ( সেন্টারলি) ও ফায়ার বল রাখছি।

ভবিষ্যতে হেলিকপ্টার রাখার ও পরিকল্পনা আছে। তিনি যারা তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছেন এই সম্মন্ধে বলেন ,মুখ্যমন্ত্রী যে উন্নয়ন কোরে যাচ্ছেন ,সেই উন্নয়নের জন্যই আমরা জিতবো।