সড়কে পুতেছ গজাল! আমরা চাষা হলে কি হবে আমাদের বুদ্ধিও খাসা। এবার দেখাবো কত ধানে কত চাল!
চাষাড়ে বুদ্ধি
তমাল সাহা
রাষ্ট্র!
তোমার ক্ষমতা খুব বড়ো
যতই কৌশল করো
তোমাকে করি না গ্রাহ্য।
দাবি না মেটা পর্যন্ত
লড়াই অনিবার্য।
রুখবে ট্রাক্টর
সড়কে পুতেছ গজাল
চাষি জানে, কত ধানে কত চাল।
দেখো নয়া ট্রাক্টরের রূপ
বুঝেছ, গজল যাবে কোথায়?
আমাদেরও কিছু বুদ্ধি আছে মাথায়!
শাসক চলে মেঘে মেঘে
কিষান চলে তারায় তারায়।