অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :- পশ্চিমবঙ্গে এই বছর আলুর রেকর্ড উৎপাদন হবে দাবি করলেন মন্ত্রী। আজকে হাওড়ার কান্ট্রি ক্লাবে রাজ্য কোল্ডস্টোরেজ সমিতির ৫৬ তম বার্ষিক সম্মেলনে এসে এমনটাই দাবি করেন তিনি। তিনি আরও দাবি করেন এই বছর প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হবে। এতে যোগান বাড়বে বাজারে তাই কমবে আলুর দাম। তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীর সুফল বাংলা পরিকল্পনায় তারা করোনা কালেও পঁচিশ টাকায় আলু দিয়েছেন। মানুষকম দামে আলু কিনেছে লাইন দিয়ে। করোনা পরিস্থিতি ও তার পরবর্তী পরিস্থিতিতে যেভাবে কোল্ডস্টোরেজ সমিতির সদস্যরা সাহায্য করেছেন তার জন্য তাদেরকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি দাবি করেন কোল্ডস্টোরেজ থেকে ১৫ টাকা মূল্যের আলুর দাম বাজারে এসে ২৫ টাকা হয়ে যাচ্ছিল। এটা ফড়েদের কারসাজি ছিল। তাদের সরকার এই ফরেরাজ কে শেষ করেছে। তিনি আরও অভিযোগ করে বলেন বামফ্রন্টের শাসনকালে অনেক অসাধু ব্যবসায়ী আলুতে রং মেশাতেন।

কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে তিনি অনুরোধ করেন যাতে আলুতে রং না মেশানো হয়। সেই অনুরোধে সারা দিয়ে ব্যবসায়ীরা কথা রেখেছেন। তাদের সরকার চায় না বাড়ির মা বোনেদের কাপড় আলু রাঁধতে গিয়ে নষ্ট হোক।