অবতক খবর , সংবাদদাতা , বর্ধমান :- বর্ধমানে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে পথে নামলো জাতীয় কংগ্রেস ও সি পি আই এম ।তবে দুই দলই পৃথক ভাবে আলাদা জায়গায় অবরোধ কর্মসূচি পালন করল।
এদিন বর্ধমানের নবাবহাট মোরে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে চাক্কা জ্যাম ব্যানারে জাতীয় সড়ক অবরোধ করা হয়।
জাতীয় সড়কের মাঝে কংগ্রেস কর্মীরা human-chain তৈরি করে রাস্তায় যানচলাচল রুখে দেন। কেন্দ্রের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা।
অন্যদিকে কংগ্রেসের অবরোধের অনতিদূরে নবাবহাট গুরুদুয়ারারের কাছে সিপিয়আই এম কর্মী-সমর্থকরাও বিশাল পরিমাণ জমায়েত করে জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
তাদের এই কর্মসূচির জেরে গলসিতে দমকল দপ্তরের একটি শাখা উদ্বোধন করতে যাওয়ার সময় বর্ধমান দুর্গাপুর এক্সপ্রেস অবরোধের জেরে আটকে পড়েন বিদ্যুৎ মন্ত্রী সুজিত বোস ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ।
সিপি আই এম কর্মীসমর্থকরা মন্ত্রীদের কনভয় আটকে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশি তৎপরতায় মন্ত্রীর কনভয়কে ঘটনাস্থল থেকে বের করে দেওয়া হয়।