অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :- বাগনানের রথ তলা সোসাইটির গন বিবাহ অনুষ্ঠানে কন্যাদান থেকে শুরু করে গান গাইলেন পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
এদিন রথ তলা সোসাইটির পক্ষ থেকে হিন্দু মুসলমান খ্রিস্টান তিন সম্প্রদায়ের ২০১ জোড়া পাত্র পাত্রীর চার হাত এক করার ব্যবস্থা করা হয়েছিল।
রথ তলার মাঠে সামিয়ানা খাটিয়ে গোটা বাগনান শহর আলোর রোশনাই তে মুড়ে এই গণবিবাহের আয়োজন করেছিল রথতলা ইউনাইটেড। রথতলা ইউনাইটেডের সম্পাদক তথা হাওড়া গ্রামীণ জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রেমাংশু রানার উদ্যোগে এত বড় কর্মকাণ্ড সফলভাবে অনুষ্ঠিত হলো।
এই গণবিবাহের অনুষ্ঠান থেকে ২০১ একজোড়া দম্পতির হাতে তুলে দেয়া হলো বর এবং বউয়ের সোনার আংটি, খাট, আলমারি, ড্রেসিং টেবিল ও সাইকেল।
পাশাপাশি প্রতিটি দম্পতির পরিবার থেকে ৪০ জনের জন্য ভুড়িভোজের ব্যবস্থা করা হয়েছিল। এই গণবিবাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় ও সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ।
কৈলাস বিজয়বর্গীয় কে বিয়ের অনুষ্ঠানে কন্যা দান করতেও চোখে পড়ে। পাশাপাশি নবদম্পতির আগামী জীবনের সুখের কামনায় গান করতেও দেখা যায় এই কেন্দ্রীয় নেতা কে।