অবতক খবর , গোপাল মন্ডল , দক্ষিণ ২৪পরগনা :-  ১৮ কোটি ৬৮লাখ টাকা ব্যয়ে নতুন PHE দপ্তর এর তত্ত্বাবধানে আজ বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আসতি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে থেকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে জল প্রকল্পের শুভ সূচনার শিলান্যাস করেন

বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিলীপ মন্ডল সহ ঠাকুরপুকুর মহেশতলা ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান উপস্থিত ছিলেন।

বিধায়ক বলেন দীর্ঘদিন আগেই এই জল প্রকল্পের অনুমোদন হয়ে গিয়েছিল কিন্তু জমি জটের কারণে এই প্রকল্প বাস্তবায়িত করা সম্ভব হয়নি।

এক মহান ব্যক্তি তিনি তার ১৩ কাটা জায়গা এই জল প্রকল্পের জন্য দান করেন চট্টা কালিকাপুরে , সেই জন্য সেই জমির উপরে এই জল প্রকল্প গড়ে উঠবে।

এতে উপকৃত হবে তিনটি গ্রাম পঞ্চায়েতের মানুষ। প্রায় ৫০ হাজার মানুষ এই জল প্রকল্পের আওতায় আসতে পারবে , ও জল মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে।