অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে চলছে ধর্মের রাজনীতি। মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করেন কডিনেটর অশোক দাস , উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান ও বিধায়ক গণ। বিজেপি রাজ্যে যে কর্মকান্ড করছেন এবং যে ভাষণ দিচ্ছে ,বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কখনো তিনি বলছেন গরুর দুধে সোনা আছে এবং কখনও তিনি মা দুর্গা কে অপমান করছেন , বাংলার মানুষ এই অপমান সহ্য করবে না ,দিলীপ ঘোষ একটা ইডিয়েট। একটি হিন্দি চ্যানেল দেওয়া দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে রাজ্য জুড়ে জনগণ ধিক্কার দিচ্ছেন। মা দূর্গা কে অপমান করার সাহস তিনি কোথায় পেলেন ?

এরই প্রতিবাদে টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নাড়ুগোপাল মুখার্জির নেতৃত্বে একটি মোমবাতি মিছিল শহরে বার করা হয়। নাড়ুগোপাল মুখার্জি জানান দেবী দুর্গার অপমান বাংলার মানুষ সহ্য করবে না। দিলীপ ঘোষ একটা অসুর। বিজেপির দিলীপ ঘোষ ,  দেবীদুর্গা প্রতি অপমানজনক কথা বলছেন ,জয় শ্রীরাম চরিত্রে দুর্গার কোন যোগ নেই, তারা হয়তো জানেন না শ্রীরামচন্দ্র দূর্গা দেবি পুজা করেছেন ।

তিনি শক্তির দেবী , কিন্তু দিলীপ ঘোষের মতো অসুর রাজ্যে বাজে কথা বলে বেড়াচ্ছেন , তাই তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে মোমবাতি মিছিল করা হচ্ছে। দেবী দুর্গার প্রতি অপমান বাংলার মানুষ সইবেন না , এর উত্তর ভোটবাক্সে বাংলার জনগণ দিবেন। আজকের এই মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর অশোক দাস, অরিত মজুমদার, সাহানাজ বেগম, ও তৃণমূল কর্মী সমর্থক।