অবতক খবর,১৪ ফেব্রুয়ারি: সর্বভারতীয় নেট পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে কাঁচরাপাড়ার মেয়ে স্বর্ণালী দে। শনিবার স্বর্ণালীকে তার বাসভবনে গিয়ে সম্বর্ধনা দিলেন কাঁচরাপাড়ার তৃণমূল নেত্রী আলোরানি সরকার। উল্লেখ্য,অধ্যাপক বিশ্বজিৎ দে’র কন্যা স্বর্ণালী দে।
এ প্রসঙ্গে আলোরানি সরকার বলেন,”আমাদের গর্ব স্বর্ণালী। সর্বভারতীয় নেট পরীক্ষায় প্রথম হয়ে সে বীজপুর তথা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছে। এর পাশাপাশি তার কারণে কাঁচরাপাড়ার মুকুটে আরো একটি পালক জুড়েছে।এইভাবেই আমাদের মেয়েরা আরো এগিয়ে যাক। স্বর্ণালীর উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।”