অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :- তৃণমূল কংগ্রেসের খেলা হবে খেলা হবে এই স্লোগানের জবাবে আজকে প্রকাশ্য সভায় তার জবাব দিলেন সদ্য বি জে পি তে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়।
তিনি বলেন তৃণমূল যে রক্তক্ষয়ী খেলার কথা বলছে টক্কর বাংলার মানুষ সমর্থন করে না। এভাবেই তৃণমূলের রাজনৈতিক পদক্ষেপের উদ্যেশ্যে বার্তা দিলেন তিনি। পাশাপাশি বি জে পি তে যোগ দেওয়ার সময়ে চার্টার্ড প্লেনে দিল্লী যাওয়াকে তৃণমূলের কটাক্ষের জবাব ও দেন তিনি।
তিনি বলেন “ওনার বড় নেতারা পঞ্চাশ কিমি যেতে হেলিকপ্টার ব্যবহার করেন। বি জে পি র টাকা আছে। কিন্তু উনি গরীব দল বলেন তাহলে হেলিকপ্টারের টাকা আসে কোথা থেকে? -এই প্রশ্ন তোলেন রাজীব বন্দোপাধ্যায়। এছাড়া মুখ্যমন্ত্রীর ওয়াশিংটন মেসিন কটাক্ষের জবাব দিতে গিয়ে নাম না করে তৃণমূলে যাওয়া প্রয়াত বাম নেতা রেজ্জাক মোল্লা র কথা ও তোলেন তিনি। এদিন বি জে পির মঞ্চে তৃণমূল কে অল আউট আক্রমন করেন তিনি।