অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :- আজ উলুবেরিয়াতে সরস্বতী পূজা উপলক্ষে পুস্পঞ্জলী দিতে এসে শাসকদলকে বিঁধলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি অভিযোগ করে বলেন এই সরকারের আমলে সরস্বতী পূজা করতে অনুমতি দেওয়া হয়না।দুর্গাপূজার ভাষানের অনুমতিও আদালত থেকে নিতে হয়।

এরা আবার মা দুর্গাকে নিয়ে বড়বড় কথা বলে।তিনি আরো অভিযোগ করেন রাজ্যে মাসের পর মাস , পার্শ্ব শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছে অথচ তাদের প্রতি সরকারের খেয়াল নেই।অথচ এদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ অসন্তোষ এত বেড়ে যাচ্ছে যে তারা বিচলিত বোধ করছে , বিশেষ করে শিক্ষকরা।

দিলীপ ঘোষ বলেন এত নিচে এই সরকার নেমে গেছে যে তা ভাষায় প্রকাশ করা যায়না।পাশাপাশি বাম কংগ্রেসের জোট নিয়ে তিনি বলেন গত লোকসভা নির্বাচনে জোট করে লাভ হয়নি।

আর এবারেও অস্তিত্ব থাকবে না।তিনি মনে করেন ভারতীয় জনতা পার্টিকে মানুষ চাইছে।তারাও মানুষের পাশে থাকবেন।