অবতক খবর,১৭ ফেব্রুয়ারি: আজ বিজেপির সদর কার্যালয় হেস্টিংসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা হাতে নিলেন কাঁচরাপাড়া হার্ণেট হাই স্কুলের প্রধান শিক্ষক ডঃ গৌতম বাচস্পতি।

কাঁচরাপাড়ায় গেরুয়া প্রবাহ ক্রমাগত বাড়ছে। দলীয় কর্মী বাড়ছে একথা সত্য। বর্তমান পরিস্থিতিতে শিক্ষা জগতের কাঁচরাপাড়া অঞ্চলের তথা জেলার উল্লেখযোগ্য যে উচ্চ বিদ্যালয় হার্ণেট হাই স্কুল সেই স্কুলেরই প্রধান শিক্ষক বিজেপি দলে যোগদান করায় বীজপুর অঞ্চলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

রাজনৈতিক মহল মনে করছেন যে,একটি উল্লেখযোগ্য স্কুলের প্রধান শিক্ষক যখন সরাসরি বিজেপি দলে যোগ দিয়েছেন,ফলে শিক্ষা জগতে একটি প্রভাব পড়বে। ক্রমান্বয়ে অন্যান্য শিক্ষকরাও বিজেপি দলে যোগ দিতে অনুপ্রাণিত হবেন বলে তারা মনে করছেন।উল্লেখযোগ্য ডঃ গৌতম বাচস্পতি প্রধান শিক্ষক তো বটেই এবং তিনি বিজ্ঞানমনস্ক অর্থাৎ বায়োলজির শিক্ষক।অন্যদিকে দীপল বিশ্বাস তিনি স্ট্যাটিস্টিক-এর শিক্ষক।তাদের মতন শিক্ষক কিভাবে সনাতন ভাবধারায় আদর্শ অবৈজ্ঞানিক চিন্তায় যেই রাজনৈতিক দল-টি চলছে তাতে যোগদিলেন,তাতে ছাত্র সমাজের মধ্যেও ক্ষোভ সঞ্চার হয়েছে।