অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদে বিধানসভা কেন্দ্রের ভোট প্রচারে এলেন আইপিএস অফিসার হুমায়ুন কোবির। তিনি একটি রোড শো করেন , ভারতবর্ষে কেন্দ্রে যে সরকার আছে সেই সরকার প্রসঙ্গে তিনি বলেন তারা মানুষের কথা চিন্তা না করে দিনের পর দিন নিজেদের ইচ্ছা খুশিমতো মূল্য বৃদ্ধি করে চলেছে ।
এবং যে স্টেডিয়াম সরদার বল্লভ ভাই প্যাটেল এর নামে না করে নিজেদের নামে করতে পারে এবং যারা ধর্মীয় হিংসা ছড়ায় তাদের মানুষ প্রত্যাখ্যান করবে। দাড়ি রাখলে কেউ রবীন্দ্রনাথ হয় না।
নাম না করে অধীর চৌধুরী প্রসঙ্গে তিনি বলেন মুর্শিদাবাদের মাডার সিন্ডিকেট কে চালাতো এবং সেই গুলো তাকেই জিজ্ঞাসা করুন এবং ঐরকম ফুটো মস্তান কে আমি পাত্তা দিইনা
, নিজেদের কোন অস্তিত্ব নাই মুর্শিদাবাদ জেলায়। এবার তিনি বলেন জেলায় আমি ক্যাম্প করে থাকবো দেখব ফুটো মস্তান কি করতে পারে।