অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- এখনো ভোটের দিন ঘোষণা হয়নি , নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতিপর্ব শুরু করে দিয়েছেন।

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২১ কে লক্ষ্য করে আজ মুর্শিদাবাদ জেলা র বিভিন্ন এলাকায় রুট মার্চ করলেন কেন্দ্র বাহিনী ও রাজ্য সরকার পুলিশ।