লিঙ্গরাজ
-তমাল সাহা
শিল্পের অপূর্ব ভাস্কর্য
প্রকাশ্যে দেখো বিমূর্ত সৃজন
মহিমাময় আশ্চর্য!
যোনিভেদী লিঙ্গ, উদ্ধত তার মাথা
নারীরা মেতেছে পুরুষতন্ত্রের পুজোয়,
গাইছে শিবগাথা।
দুগ্ধ ঢালছে লিঙ্গ-মস্তকে
মনে মনে মন্ত্র উচ্চারণে কথা।
জানিনা বুঝিনা আমি
কিসের আকাঙ্ক্ষা তাদের
কোথায় লুকিয়ে গোপন ব্যথা।
শিবের জন্য তাদের এত পুজা উপবাস!
দুগ্ধঘট নীলকন্ঠ ধুতরারা হাসে,
করে উপহাস।
এদেশে জনন অঙ্গও পুজো পায়
প্রভু! তুমি নিয়ে চলেছ কোথায়?