অবতক খবর, সংবাদদাতা :: ও নিজেই এক বহিরাগত আর আমাকে বলছে বহিরাগত। হাবরায় কর্মী সম্মেলনে জ্যোতিপ্রিয় মল্লিক কে এমনটাই বললেন বিজেপির নেতা রাহুল সিনহা। জ্যোতিপ্রিয় মল্লিক নিজে থাকে সল্টলেকে আমি থাকি কলকাতায়। এক নিজেই বহিরাগত আর আমাকে বলছে কিনা বহিরাগত। রবিবার সকালে উত্তর 24 পরগনা হাবরা বিধানসভা বিজেপি প্রার্থী রাহুল সিনা হাবরা অঞ্জলি প্যালেসে কর্মীসভায় এসে এমনটাই বিস্ফোরক দাবি করেন।

এর পাশাপাশি তিনি আরো বলেন খাদ্য কেলেঙ্কারির নায়ক রাজ্যের খাদ্যমন্ত্রী, করোনা পরিস্থিতিতে চাল চুরি করে হাবরার মানুষকে না খাইয়ে রেখেছে। আম্ফানে ত্রিপল চুরি করেছে তারা। তারপর বহিরাগত বলছে। বাড়ি সল্টলেকে এখানকার নিজেকে দাবী করে কি করে। এবার হাবরার মানুষ ওকে বিদায় দেবে।কেমন উন্নয়ন হয়েছে হাবরায় সেটা লোকসভায় হাবড়ার মানুষ বুঝিয়ে দিয়েছে।

কুড়ি হাজার ভোটে লোকসভায় হারিয়ে মানুষ বুঝিয়ে দিয়েছে চোর এদের সঙ্গে আর সাধারন মানুষ নেই। কেন্দ্রে বিজেপি সরকার রাজ্যে বিজেপি সরকারের পাশাপাশি হাবরাতে ও বিজেপি সরকার গঠন হবে আগামী দোসরা মে। আমরা ক্ষমতায় এসে হাবরা কি একটা মডেল শহর রূপে পরিনত করব এমনটাই দাবি করেন।