অবতক খবর : হাওড়া : এদিন শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়া রামরাজাতলা দশের পল্লীতে প্রচার পর্বের অংশ হিসাবে পাক বসন্ত উৎসব উপলক্ষে কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী । কর্মী ও পথচারীদের সঙ্গে আবির মেখে পালন করলেন দোল উৎসবে । মানুষ যেভাবে তার পাশে রয়েছে তাতে আগামী দিনে এই কেন্দ্রে তার জয় নিশ্চিত, এমনকি গোটা বাংলা আগামী ২রা মে রাঙ্গা হয়ে যাবে গেরুয়া রং এর এমনটাই দাবি করলেন রথীন চক্রবর্তী । তাই সেই বিজয় উৎসবের সূচনা হলো আজকের বসন্ত উৎসবের মধ্যে দিয়ে ।
এই প্রসঙ্গে তিনি বলেন এই বাংলা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের, চৈতন্যদেবের বাংলা। আমরা চিরকাল শান্তির পুজো করি। তিনি দাবি করে বলেন বাংলার এই শান্তির রং আগামী ২ রা মে তে চিরস্থায়ীভাবে বিকশিত হবে। তার বৃহত্তর পরিবারের সঙ্গে হোলি খেলেন প্রতিবারই। তিনি দাবি করেন মানুষ অপেক্ষা করে আছেন কবে এই গৈরিক রঙের চূড়ান্ত বিকাশ হবে এই বাংলাতে।