অবতক খবর,২৮ মার্চ: আজ দোল পূর্ণিমার দিনেও শান্ত বীজপুরকে অশান্ত করার চেষ্টা করল কিছু দুষ্কৃতী। আজ রাত 10:40 নাগাদ হালিশহর নবনগর এলাহাবাদ ব্যাংক সংলগ্ন অঞ্চলে দুজন দুষ্কৃতী বাইকে চেপে এসে  বোমা মেরে পালিয়ে যায়। কাকে উদ্দেশ্য করে বা কি কারণে বোমা দুটি তারা মেরেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বৃদ্ধি পাচ্ছে এই রকম ঘটনা। কিন্তু এখনো সতর্ক নয় পুলিশ প্রশাসন। থানা প্রশাসন যদি তৎপর না হয় তবে ভোটের আগে এইরকম ঘটনা বৃদ্ধি তো পাবেই, এমনকি ভোটের হময় তুমুল অশান্তির আশঙ্কা করছেন বীজপুরবাসী।

সৌভাগ্যবশত এই ঘটনায় তেমন আহত হননি কেউই।

 

অন্যদিকে ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূলের নেতৃত্বরা।
তারা বলেন, “এই বোমাবাজি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ছাড়া আর কারোর কর্ম নয়। কারণ একমাত্র বিজেপি দলই শান্ত বীজপুরকে অশান্ত করার চেষ্টা করছে। বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। মানুষ যাতে ভোট দিতে না পারে তার আগাম প্রস্তুতি নিচ্ছে বিজেপি।

ইচ্ছাকৃতভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করে মানুষকে ভোটের সময় ভয় দেখিয়ে ঘরবন্দি করে রাখার পরিকল্পনা করেছে তারা। কারন তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে বীজপুরের আপামর জনগণ তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীর সঙ্গে রয়েছেন। মানুষ সুবোধ অধিকারীকেই ভোট দেবেন। এই অঞ্চলে বিজেপির হার নিশ্চিত। তাই তারা এই অশান্তির পরিকল্পনা রচনা এবং তা কার্যকর করার চেষ্টা শুরু করে দিয়েছে।”