অবতক খবর : উৎপল রায় : জলপাইগুড়ি :    লকডাউন সময়কালের বিদ্যুৎ বিল মুকুবের দাবি জানিয়ে বুধবার সমাজপাড়া বিদ্যুৎ দফতরে বিক্ষোভ কর্মসূচী পালন করা হল ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি শাখার উদ্যোগে।

ইউনিয়নে সম্পাদক শুভাশিস সরকার বলেন করোনা পরিস্থিতিতে লকডাউন কালের সময় মার্চ মাস থেকে আগস্ট মাস পর্যন্ত লকডাউনে জন্য টোটোচালকেরা টোটো চালাতে পারেনি। ঐসময় টোটোচালকেরা টোটোর ব‍্যাটারি ঠিক থাকতে চার্জ করে। সেই সময় কালে বিদ্যুৎ এর রিডিং না নিয়ে ইলেকট্রিক বিল পাঠানো হয়েছিল টোটোচালকদের বাড়িতে। সেই সময় ইউনিয়নের তরফে একাধিকবার বিদ্যুৎ দফতরে বিদ্যুৎ বিল মুকুবের দাবি করা হয়েছিল । তিনি আরও বলেন বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে ইতিমধ্যে বেশ কিছু টোটোচালকদের বাড়ির বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে বিদ্যুৎ দফতর।

এদিন ইউনিয়নের নেতৃত্বরা ও সদস্যরা সমাজপাড়া বিদ্যুৎ দফতরে বিক্ষোভ প্রদর্শন করে বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে। এদিন ইউনিয়নের তরফে আরও দাবী জানান হয় ইনস্টলমেন্টের মাধ্যমে ইলেকট্রিক বিল দেওয়ার ব‍্যবস্থা করা হোক টোটোচালকদের । এছাড়াও সঠিক সময়ে যাতে রিডিং নেওয়া হয় সেটার দাবিও জানানো হয় । সমস্যা সমাধান না হলে আগামী দিনে আন্দোলন গড়ে তোলা হবে।