অবতক খবর : সৌভিক দত্ত : জলপাইগুড়ি : রাত পোহালেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার সবকটি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হবে। আর ভোট গ্রহণকে কেন্দ্র করে ডিসিআরসি কেন্দ্র হিসেবে সেজে উঠেছে পরিমল মিত্ৰ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রাঙ্গন।
এদিন সকাল বেলাতেই কলেজ চত্বরে উপস্থিত হতে শুরু করেন ভোট গ্রহণের কাজে যুক্ত বিভিন্ন এলাকা থেকে আগত ভোট কর্মীরা। কলেজ চত্বরে ২০-মাল ও ২১- নাগরাকাটা দুই বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি কেন্দ্র ও কাউন্টিং কেন্দ্র হিসেবে নির্ধারিত রয়েছে। এদিন ভোট গ্রহণ কেন্দ্রে যাবার পূর্বে ভোট কর্মী লিপি পাল, টুলু কোনার রায়, সম্পা পালরা বলেন, ” এবার আমরা প্রথম ভোট গ্রহণ করবো। প্রথমবার তাই কিছুটা চিন্তিত তবে সকলেরই সহযোগিতা পেয়েছি। আশা করছি সুষ্ঠভাবেই ভোট পরিচালনার কাজ করতে পারবো। তবে প্রথমবার নতুন দায়িত্বে যাওয়ায় বেশ ভালোই লাগছে। ইতিমধ্যেই ট্রেনিং সম্পন্ন করেছি যাবতীয় তথ্য ভালোভাবেই রপ্ত করেছি এবারে সেগুলিকে কাজে লাগাতে হবে “।
অপরদিকে শিলিগুড়ির বাসিন্দা তথা পেশায় স্কুল শিক্ষক, ভোট কর্মী বাপি চন্দ বলেন,” অনেকদিন ধরেই ভোট পরিচালনার কাজে যুক্ত থাকায় ভোটের যাবতীয় কাজ পরিচালনার পূর্বতন অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের বিধানসভা ভোট পরিচালনা করবো “।