নিজস্ব সংবাদদাতা : অবতক খবর : বারাসাত- ১১৯ ও মধ্যমগ্রাম-১১৮ বিধান সভায় সকাল সকাল সতোষপূর্ত ভাবে ভোট প্রদান করলেন জনসাধারণ।
সমস্ত রকম কোভিড নিয়ম মেনেই ঢোকানো হচ্ছে ভোট কেন্দ্রে। চলছে রাজ্যে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তার ব্যবস্থাপনায় ভোট প্রদান।