নিজস্ব সংবাদদাতা : অবতক খবর : বর্ধমান :    ফের উত্তেজনা ছড়ালো বর্ধমানে। রবিবার বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ ভোটপর্ব মেটার পর রাতে বিজেপি কর্মী সমর্থকরা বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে। পাড়ার একটি ক্লাবে হামলা চালায়।

এদিন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস কর্মী সমর্থকদের নিয়ে লক্ষ্মীপুর মাঠে যায়। এরপর দু’পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।