নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : জলপাইগুড়ি : জৌলুশহীন বাসন্তী পুজোর আয়োজন করে পুজোর চাঁদার সম্পূর্ণ টাকাই ক্যান্সারে আক্রান্ত এক রোগীকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন পুজো কমিটির সদস্যরা। জলপাইগুড়ি শহরের অশোক নগর বাসন্তী পুজো কমিটির সদস্যরা এই মানবিক সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার সকাল থেকে শুরু বাসন্তী পুজো। করোনার কারণে শহরে এবার অনেক পুজো বন্ধ রাখা হয়েছে। জলপাইগুড়ি অশোক নগর বাসন্তী পুজো কমিটির এই বারের পুজো ১৭ তম বর্ষে পদার্পন করেছে। তবে শহরে যে কটি পুজো হচ্ছে করোনার কারণে কোনও ধরনের আড়ম্ভরপূর্ণ ব্যবস্থা করেননি কেউ।
অশোক নগর এলাকার পুজো কমিটির কর্মকর্তা নবকুমার ঘোষ বলেন, তাঁরা এবার করোনার আবহে বাসন্তী পুজোর অনুষ্ঠানে কোনও আড়ম্ভর ব্যবস্থা না করে স্থানীয় এক ক্যান্সারে আক্রান্ত রোগীকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন। পুজোর আয়োজন থেকে বাঁচিয়ে রাখা সমস্ত অর্থ ওই রোগীকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।