বীজপুর বিধানসভা কেন্দ্রের তিন প্রধান প্রার্থীর সম্পত্তির পরিমাণে পিছিয়ে আছে সিপিএম প্রার্থী সুকান্ত রক্ষিত

অবতক খবর,১৫ এপ্রিল: বীজপুর কেন্দ্রের ৩ উল্লেখযোগ্য প্রার্থী হলেন বিজেপির প্রার্থী শুভ্রাংশু রায়, তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী,সিপিএম প্রার্থী সুকান্ত রক্ষিত, বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্রাজুয়েট , এম বি এ, জে আই এস কলেজ। তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২ কোটি ৯৫ লাখ ১১ হাজার ২৯১ টাকা।

স্থাবর সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ৭৬ লক্ষ ৪৫ হাজার ৪৪২ টাকা। তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ৭৫ লক্ষ ৯৫ হাজার ৬০৭ টাকা এবং পরবর্তী দুই প্রজন্মের স্থাবর সম্পত্তির পরিমাণ ১৩ লক্ষ ৯৩ হাজার ২৩৫ টাকা এবং অন্যজনের ৬ লক্ষ ৩৪ হাজার ১৫ টাকা। এতে দেখা যাচ্ছে, প্রার্থীর নিজের সোনার গহনা রয়েছে ৭৪.২৯৫ গ্ৰাম। মূলত ৩ লাখ ৪৩ হাজার ৯৮৬ টাকা রূপোর গহনার মূল্য ১০ হাজার ২২৪ টাকা। বিভিন্ন রত্ন পাথরের মূল্য ৫ লক্ষ ৯০ হাজার টাকা। তাঁর স্ত্রীর সোনার গহনা রয়েছে ২৮৬.৭২০ গ্ৰাম। যার মূল্য ১৩ লক্ষ ২৭ হাজার ৫১৪ টাকা। রূপো রয়েছে ১ কিলো। যার মূল্য ৬৩ হাজার ৯০০ টাকা এবং রত্নপাথর রয়েছে,তার মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা। প্রজন্মদেরও সোনার গহনার পরিমাণ যথাক্রমে ১৮ গ্ৰাম এবং ৯.৫৩৫ গ্ৰাম। মূল্য যথাক্রমে ৮৩ হাজার ৪৩৫ টাকা ও ৪৪ হাজার ১৫২ টাকা। বন্ড, এলআইসি ইত্যাদি রয়েছে শুভ্রাংশু রায়ের নামে।কোন গাড়ি নেই। গাড়ি আছে তাঁর স্ত্রীর নামে। যার মূল্য দেখানো হয়েছে ১১ লক্ষ ৯১ হাজার ৭৭১ টাকা। কাঁচরাপাড়া এবং কলকাতা মিলিয়ে যে অস্থাবর সম্পত্তি তার মালিকানা স্বত্বে শুভ্রাংশু রায়ের নাম রয়েছে। যার মূল্য ৭৯ লক্ষ ৯০ হাজার টাকা। স্ত্রীর নামে রয়েছে ৪২ লক্ষ ৫০ হাজার টাকার সম্পত্তি। শুভ্রাংশু রায় এবং তাঁর স্ত্রীর পেশা দেখানো হয়েছে ব্যবসা(শিক্ষাগত এবং চিকিৎসাগত)।

তৃণমূল থেকে বিধানসভার প্রার্থী সুবোধ অধিকারী ২০১৪ সালে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি থেকে বিএ পাস করেছেন।
তার মোট সম্পদের পরিমাণ ৮ কোটি ৩১ লাখ ২২ হাজার ২২৩ টাকা। সম্পত্তি বিশ্লেষণে দেখা যাচ্ছে, তার নিজের হাতে রয়েছে ১৪ হাজার ৫০০ টাকা। তার স্ত্রীর হাতে রয়েছে ২৩ হাজার ৫০০ টাকা। তার নিজের স্থাবর সম্পত্তির মোট পরিমাণ ৬৭ লক্ষ ২৬ হাজার টাকা। স্ত্রীর ৪৫ লক্ষ ৪১ হাজার টাকা। তাঁর দুই প্রজন্মের সম্পত্তির মূল্য ৩৩ লক্ষ ৫৫ হাজার টাকা।
তিনি দেখিয়েছেন তার গাড়ি রয়েছে দুটি। মোট মূল্য ১ কোটি ১০ লক্ষ টাকা। তাঁর নিজের মোট অস্থাবর সম্পত্তি ৫ কোটি ৭৫ লক্ষ টাকা। স্ত্রীর ১ কোটি ১০ লক্ষ টাকা।


সুবোধ বাবুর স্থাবর সম্পত্তিতে তাঁর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৫ লক্ষ ৭১ হাজার টাকা। তাঁর স্ত্রীর নামে রয়েছে প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকা। নিজের নামে বন্ড ইত্যাদিতে ১ লক্ষ ৪০ হাজার টাকা। স্ত্রীর নামে কেভিপি রয়েছে সাড়ে সাত লাখ টাকি, নিজের নামে এলআইসি রয়েছে ৩০ লক্ষ টাকা। স্ত্রীর নামে এলআইসি রয়েছে ১৩ লক্ষ টাকা।‌ আর প্রজন্মদের নামে এলআইসি রয়েছে ৩৩ লক্ষ ৫৫ হাজার টাকা। তাঁর নিজের দুটো গাড়ি রয়েছে মহিন্দর কোম্পানি থেকে কেনা। যার মোট দাম ২১ লক্ষ ১৪ হাজার ৫২৫ টাকা। তাঁর নিজের সোনার গহনা রয়েছে ১৫০ গ্ৰাম।যার মূল্য ৬৪ হাজার ৫০০ টাকা। তাঁর স্ত্রীর গহনা রয়েছে ৭৫০ গ্ৰাম। যার মূল্য ৩ লক্ষ ১ হাজার টাকা।
তিনি মঙ্গলদীপকে কমার্শিয়াল বিল্ডিং রূপে দেখিয়েছেন। তার মূল্য ৫ কোটি টাকা। তার কলকাতায় ৫০ লক্ষ টাকা মূল্যের একটি বাড়ি রয়েছে। স্ত্রীর নামে দুটো বাড়ি রয়েছে। যার প্রতিটির মূল্য ৫০ লক্ষ টাকা। তিনি নিজের অস্থাবর সম্পত্তি দেখিয়েছেন যার বর্তমান বাজার মূল্য ৫ কোটি ৭৫ লক্ষ টাকা। স্ত্রীর অস্থাবর সম্পত্তির বাজার মূল্য ১ কোটি ১০ লক্ষ টাকা। তিনি তার পেশাগত আয় দেখিয়েছেন ব্যবসা এবং তার স্ত্রীর পেশাগত আয় দেখিয়েছেন তার প্রাপ্ত বেতন থেকে।

সিপিএম প্রার্থী সুকান্ত রক্ষিত পেশায় আইনজীবী। শিক্ষাগত যোগ্যতায় গ্রাজুয়েটড়২০০০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেছেন।
তার মোট সম্পদের পরিমাণ ৬১ লাখ ৫৬ হাজার ৭২০ টাকা। তার নিজের হাতে ক্যাশ রয়েছে ১৫ হাজার টাকা। বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রয়েছে ৫ লক্ষেরও অধিক টাকা। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন ৬ লক্ষ ১০ হাজার টাকা। তার জীবনবিমার মূল্য ১০ লক্ষ ৩১ হাজার টাকা। তার একটি ৭০ হাজার টাকা মূল্যের টু- হুইলার রয়েছে।
তার একটি বাণিজ্যিক বিল্ডিং রয়েছে। যার মূল্য ৫ লক্ষ টাকা। কাঁপায় বাসস্থানের মূল্য ১৮ লক্ষ টাকা।
তার স্ত্রী পেশাগতভাবে ক্ষুদ্র ব্যবসায়ী। তার স্ত্রীর হাতে রয়েছে ১২ হাজার টাকা। স্ত্রীর নামে ব্যাংকে রয়েছে ৩ লক্ষ ৪৪ হাজার টাকা।
সুকান্ত রক্ষিতের সোনার গয়না রয়েছে ২০ গ্ৰাম। যার বর্তমান মূল্য ৮০ হাজার টাকা। স্ত্রীর সোনার গহনা রয়েছে ৪০ গ্ৰাম। যার বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। অর্থাৎ তার স্থাবর সম্পত্তির মোট মূল্য ২৪ লক্ষ ২০ হাজার টাকা। অস্থাবর সম্পত্তির মূল্য ২৩ লক্ষ টাকা। তার স্ত্রীর স্থাবর সম্পত্তির মূল্য ৭ লক্ষ ৯৫ হাজার টাকা।