নিজস্ব প্রতিবেদক : অবতক খবর :    আজ ষষ্ঠ দফার নির্বাচনে গলসি বিধানসভার মনোহর সোজাপুর ২১৩ ও ২১৪ নম্বর বুথে বিজেপি এজেন্ট বসতে না দেয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওই এলাকার বিজেপি নেতা কর্মীরা জানান গত কাল রাত থেকেই শাসক দলের পক্ষ থেকে বিজেপি কর্মী সমর্থকের ভোট না দিতে যাবার জন্য হুমকি দিয়ে যায়। আজ সকালে বুথে এজেন্ট বসতে গেলে মারধর করা হয় বলে অভিযোগ করে বিজেপি।

এই ঘটনার জেরে বিজেপির মহিলা সমর্থকরাও ভোট দিতে যাবে না বলে জানিয়েছেন। কারণ তাদের নিরাপত্তা সুনিশ্চিত নয় বলে জানিয়েছেন।এদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় বিজেপিতে এজেন্ট দেওয়ার লোক নেই তাই এসব বলে মানুষ কে বিভ্রান্ত করছে।